ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, ফিরলেন আফিফ

সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি সফরকারী আফগানিস্তান। সিরিজ জয়ের মিশনে টসভাগ্য সহায় হয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের।


টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। অর্থাৎ আফগানিস্তান প্রথমে ব্যাট করবে।


ওয়ানডে সিরিজ হারলেও প্রথম টি-টুয়েন্টিতে আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে এসে ২ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা।


আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ-


সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।


বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের একাদশ-


রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ওয়াফাদার।

ads

Our Facebook Page